সিরিয়ায় মার্কিন জোটের বিমান হামলায় নিহত ৬২

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২০ অক্টোবর ২০১৮

সিরিয়ার পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ জোরে মার্কিন জোটের বিমান হামলায় শিশুসহ কমপক্ষে ৬২ জন বেসামরিক নাগরিক নিহত এবং অনেক মানুষ আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানার প্রতিবেদনে এ হতাহতের কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, দেশটির পূর্বাঞ্চলের সবচেয়ে বড় এ শহরকে লক্ষ্য করে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক জোট। মূলত তুরস্ক সংলগ্ন সৌসা ও বুবরাদানের গ্রামগুলোতে এ হামলা চালানো হয়।

দেশটিতে যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, গত ২৪ ঘণ্টা ধরে চালানো মার্কিন বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। এছাড়া শুক্রবার দেশটির তেল-সমৃদ্ধ অঞ্চল দেইর আজ জোরেন সৌসায় এক বিমান হামলায় ৩২ জন নিহত হন।

উল্লেখ্য, জঙ্গিগোষ্ঠি আইএসকে দমনের কথা বলে ২০১৪ সাল থেকে দেশটিতে বিমান হামলা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট। ২০১১ সালে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর এ পর্যন্ত পাঁচ লাখের বেশি মানুষ নিহত হন।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।