ভারতের স্বাধীনতা দিবসে সীমান্তে গোলাগুলিতে নিহত ৩


প্রকাশিত: ০২:১৯ পিএম, ১৫ আগস্ট ২০১৫

ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তান সীমান্তে গোলাগুলির ঘটনায় অন্তত তিন জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন। খবর এনডিটিভির।

শনিবার সকালের দিকে বালাকোট সেক্টরে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গ্রামপ্রধানসহ তিন জন নিহত হয়। এছাড়া আহত হয় অন্তত ৭ জন। ভারতের স্বাধীনতা দিবসে পাকিস্তানের প্রধানমন্ত্রী নেওয়াজ শরিফের শুভেচ্ছা জানানোর দিনে এ গোলাগুলির ঘটনা ঘটেছে।

এদিকে সাজিয়ান সেক্টরে সকালে গোলাগুলির ঘটনায় তিনজন আহত হয়েছেন। গত এক সপ্তাহ ধরে এই সেক্টরে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি নিক্ষেপ করছে পাকিস্তানি রেঞ্জার্সরা। এই এলাকা থেকে স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে যেতে বাধ্য করারও অভিযোগ রয়েছে।

পাকিস্তান ২৬ জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীর সীমান্তে অন্তত ১৯২ বার  শান্তিচুক্তি লঙ্ঘন করেছে বলে চলতি সপ্তাহে লোকসভার বৈঠকে বলা হয়েছে।

এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।