ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৭ পিএম, ২০ অক্টোবর ২০১৮

ইসরায়েলি বাহিনীর হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ফিলিস্তিনিরা বিক্ষোভে অংশ নিলে তাদের ওপর হামলা চালায় ইসরায়েলি সেনারা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কিদরা বলেন, ইসরায়েলি হামলায় ১৩০ ফিলিস্তিনি আহত হয়েছে। এদের মধ্যে ৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ২৫ জনই শিশু। এছাড়া এক সাংবাদিক এবং বেশ কয়েকজন স্বাস্থ্যকর্মীও ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়েছেন। আহত দুই ফিলিস্তিনির অবস্থা বেশ আশঙ্কাজনক। এদের মধ্যে একজন ৭০ বছর বয়সী এক বয়স্ক নারী।

Palestinians

বিক্ষোভে অংশ নেয়া ফিলিস্তিনিরা বলছেন তারা বিক্ষোভ চালিয়ে যাবেন। যতদিন পর্যন্ত তারা ভূমির অধিকার প্রতিষ্ঠা করতে না পারবেন ততদিন পর্যন্ত আন্দোলন বন্ধ হবে না বলে জানান তারা।

ফাতিমা আল বাতস নামের এক নারী বলেন, আমাদের আর কিছুই হারানোর বাকি নেই। গাজার লোকজন ধীরে ধীরে মৃত্যুর মুখে পতিত হচ্ছে এবং এই বিক্ষোভ থামবে না। চলতি বছরের মার্চে ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করার পর ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ২১৭ জন নিহত হয়েছে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।