দিনাজপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৫ আগস্ট ২০১৫

দিনাজপুরে নদীতে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে তুর্য ইসলাম নীলয় (১৫) নামে এক স্কুলছাত্র মারা গেছে।

নীলয় শহরের রামনগরের বাসিন্দা মো. তৌফিকুর রহমানের তফির ছেলে এবং চেহেলগাজী আনন্দ নিকেতন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

শনিবার দুপুর ২টায় দিনাজপুর শহরতলীর পুনর্ভবা নদীর ছাইতান তলা বাঙ্গীবেচার ঘাটে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ২টায় শহরতলীর পুনর্ভবা নদীর ছাইতান তলা বাঙ্গীবেচার ঘাটে ৯ জন বন্ধু মিলে সাঁতার কাটতে নামে। এ সময় ৩ জন নদীতে আটকা পড়ে যায়। বন্ধুরা ২ জনকে টেনে তুললেও তুর্য ইসলাম নীলয় পানিতে তলিয়ে যায়। এরপর তার আর খোঁজ পাওয়া যাচ্ছিলনা। দিনাজপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে উদ্ধার কাজ শুরু করে। পরে রংপুর থেকে ডুবুরি এসে বিকেল ৫টা ৪৫ মিনিটে তার লাশ নদী থেকে উদ্ধার করে।

কোতয়ালি থানা পুলিশের ওসি একেএম খালেকুজ্জামান পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর থেকে ডুবরি দল এসে তার মরদেহ উদ্ধার করে।

এমদাদুল হক মিলন/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।