ভারতের স্বাধীনতা দিবসে জঙ্গি হামলার আশঙ্কা
স্বাধীনতা দিবসে জঙ্গি হামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় দক্ষিণ-পশ্চিম সীমান্ত জুড়ে রেড এলার্ট জারি করেছে ভারত।সীমান্ত পেরিয়ে বেশ কয়েক জঙ্গি ভারতে প্রবেশ করেছে। স্বাধীনতা দিবসে তারা হামলা করতে পারে এমন নির্দেশ দিয়ে পশ্চিমবঙ্গসহ ভারতের সব রাজ্যকে সতর্ক করেছে কেন্দ্র সরকার।
শুক্রবার সকাল থেকে ভারত-বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত এলাকার বাসস্ট্যান্ড ও ট্রেন স্টেশন এলাকায় যানবাহনে তল্লাশি চালাচ্ছে দেশটির পুলিশ, জিআরপি ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ৷শনিবার সকালেও এ অভিযান অব্যাহত রয়েছে।
জঙ্গি হামলার ভয়ে স্বাধীনতা দিবসের আগে প্রতি বছরই ভারত সরকার সীমান্ত সিল করে থাকে। এছাড়া সীমান্ত এলাকায় বাড়তি তল্লাশি ও নজরদারি করলেও এবার পুলিশ, বিএসএফ, জিআরপি ও গোয়েন্দা সংস্থ বেশ সক্রিয় বলে জানা গেছে। বিজিবি ও গোয়েন্দা সূত্র জানায়, দক্ষিণের সাতক্ষীরা থেকে শুরু করে পশ্চিমে কুষ্টিয়া পর্যন্ত প্রায় সাড়ে ৫০০ কিলোমিটার সীমান্ত রয়েছে। একই সঙ্গে পশ্চিমবঙ্গসহ সীমান্ত সংলগ্ন রাজ্যের সড়ক ও রেলপথসহ বিভিন্ন পয়েন্টগুলোতে অতিরিক্ত সেনা ও নজরদারি বাড়ানো হয়েছে। এই প্রথম পানিপথেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। কলকাতাসহ আশেপাশের হোটেল ও আবাসিক এলাকাগুলোতেও চলছে কড়া নজরদারি।
ভারতগামী ও ভারত থেকে আগত বাংলাদেশি পাসপোর্টযাত্রীদের ব্যাগও নানাভাবে তল্লাশি করছে পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যরা।
২৪ পরগণা জেলার যশোর, টাকি ও ৩৪ জাতীয় সড়কের বিভিন্ন স্থানে বসানো হয়েছে তল্লাশি চৌকি। সীমান্ত দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করে বোমা হামলা চালাতে পারে কেন্দ্রের এমন নির্দেশের পর কোনও ঝুঁকি নিতে চাচ্ছে না ভারতের নিরাপত্তা সংস্থা। এ কারণে কড়া নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হয়েছে দিল্লিসহ সব রাজ্য।
ভারতীয় পুলিশ সূত্রের খবর, হায়দরাবাদ থেকে নিষিদ্ধ জঙ্গিগোষ্ঠী হুজির চার সদস্য গ্রেফতার হয়েছে। যাদের মধ্যে দুইজন বাংলাদেশি। অতীতে দেখা গেছে, বাংলাদেশ থেকে নিষিদ্ধ সংগঠনের সদস্যরা উত্তর ২৪ পরগণার সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করে। ফলে এ সীমান্তে নিরাপত্তার তোড়জোড় অনেক বেশি লক্ষ্য করা গেছে।
শুক্রবার সন্ধ্যার পর ভারতীয় নাগরিকদের সীমান্ত এলাকায় যেতে নিষেধ করা হয়েছে। সীমান্ত নিরাপত্তা ব্যবস্থার কোন ক্রটি হয়েছে কিনা অথবা অবহেলা করা হচ্ছে কিনা তা দেখার জন্য সীমান্ত গোয়েন্দার নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
এদিকে, এ ধরনের নির্দেশনার পর উভয় সীমান্তবর্তী এলাকার গ্রামবাসীদের মাঝে বিরাজ করছে চরম আতঙ্ক। ১৫ আগস্টের স্বাধীনতা দিবসে নাশকতামূলক কর্মকাণ্ড হতে পারে এ ধরনের খবর ভারতের বিভিন্ন গোয়েন্দো সংস্থা কর্তৃক জানানোর পরপরই বিএসএফ রেড এলার্ট জারি করেছে সীমান্তে।
এ ব্যাপারে ২৬ বিজিবি বেনাপোল চেকপোস্টের নায়েব সুবেদার আব্দুর রহিম জানান, অবৈধভাবে যাতে কেউ সীমান্ত পারাপার হতে না পারে সেজন্য বিজিবির সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। সীমান্তে বিজিবিকে রাখা হয়েছে সতর্কাবস্থায়।
জামাল হোসেন/এআরএ/এমএস