যৌন হয়রানির অভিযোগে উল্টো মানহানির মামলা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৭ এএম, ১৬ অক্টোবর ২০১৮

যৌন হয়রানির অভিযোগ আনা সেই সাংবাদিকের বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন ভারতে সাবেক পত্রিকা সম্পাদক এবং বর্তমানে বিজেপি সরকারের জুনিয়র মন্ত্রী এম জে আকবর। একই সঙ্গে মন্ত্রিত্ব থেকে তিনি পদত্যাগ করবেন না বলেও জানিয়েছেন।

প্রিয়া রামানি নামের ওই সাংবাদিকসহ আরও কয়েকজন নারী অভিযোগ করেন, আকবর পত্রিকার সম্পাদক থাকার সময় তাদের সাথে আগ্রাসী যৌন আচরণ করেছিলেন। তবে আকবরের দাবি, এসব দাবি ‘মিথ্যা এবং অতিরঞ্জিত।’

দিল্লির পাতিয়ালা কোর্টে ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ (মানহানি) ধারা এবং ৫০০ (মানহানির শাস্তি) ধারায় আজ মঙ্গলবার এ মামলা দায়ের করা হয়েছে। এ ধারায় শাস্তিপ্রাপ্ত ব্যক্তির সর্বোচ্চ ২ বছরের কারাদণ্ড হতে পারে।

এম জে আকবর দ্য টেলিগ্রাফ এবং দ্য এশিয়ান এজ নামে দুটি পত্রিকার সম্পাদক ছিলেন। মামলায় ৯৭ জন আইনজীবীর একটি দলকে মাঠে নামিয়েছেন আকবর। তার মধ্যে ৩০ জন নারী আইনজীবী।

প্রিয়া রামানিও এক বিবৃতিতে বলেছেন, মামলা করে আকবর ভীতি প্রদর্শন ও হয়রানির মাধ্যমে অভিযোগকারীদের চুপ করিয়ে দিতে চাইছেন। তবে এ মামলা লড়ার জন্য আমি প্রস্তুত।

সোমবার বিদেশ থেকে ফেরার পর আকবর যৌন হয়রানির এসব অভিযোগ ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে ভারতের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও অভিযোগ আনা নারীদের বিরুদ্ধে মামলা করার হুমকি দেন তিনি।

বিশ্বব্যাপী নারীদের যৌন হয়রানির প্রতিবাদে গড়ে ওঠা ‘মি-টু’ আন্দোলনের ধারাবাহিকতায় ভারতের অনেক নারীও তাদের এমন অভিজ্ঞতা প্রকাশ করতে শুরু করেছেন। ভারতের যেসব সুপরিচিত লোকদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে তাদের মধ্যে এম জে আকবর অন্যতম। অন্যদের মধ্যে একাধিক লেখক, সাংবাদিক, কমেডিয়ান, পরিচালক ও অভিনেতা রয়েছেন।

গত ৮ অক্টোবর নিজের টুইটার অ্যাকাউন্টে আকবরের বিরুদ্ধে যৌন লাঞ্ছনার অভিযোগ আনেন সাংবাদিক প্রিয়া রামানি। তিনি বলেন, ভোগ পত্রিকায় তার ২০১৭ সালে লেখা একটি নিবন্ধে যে যৌন হয়রানির অভিজ্ঞতা বর্ণনা করেছিলেন -তা এম জে আকবর সম্পর্কেই লেখা।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।