ভারতে ফের পেছাল সালাউদ্দিনের মামলার রায়

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ১৫ অক্টোবর ২০১৮

দীর্ঘদিন নিখোঁজ থাকার পর ভারতে অনুপ্রবেশের দায়ে গ্রেফতার বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মামলার রায় আবারও পিছিয়েছে দেশটির একটি আদালত। সোমবার মেঘালয় প্রদেশের রাজধানী শিলংয়ের আদালত বাংলাদেশি এই রাজনীতিকের মামলার রায় স্থগিত করে নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আজ শিলংয়ের ওই আদালতে সালাউদ্দিনের মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। এ নিয়ে তৃতীয়বারের মতো তার মামলার রায় পেছানো হলো। প্রথমবার মামলার তারিখ ১৩ আগস্ট নির্ধারণ করা হলেও পরে তা পিছিয়ে ১৫ অক্টোবর করা হয়। আগামী ৯ নভেম্বর নতুন করে এ মামলার শুনানির দিন ধার্য করেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবীর করা স্থগিতাদেশের আবেদনের প্রেক্ষিতে সালাউদ্দিনের রায় মুলতবি করে নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

উল্লেখ্য, ভারতে অনুপ্রবেশের অভিযোগে ২০১৫ সালের মে মাসে শিলং থেকে বিএনপির সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদকে গ্রেফতার করে দেশটির পুলিশ। এর আগে বেশ কিছুদিন নিখোঁজ ছিলেন তিনি।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।