অস্ট্রেলিয়া সফরে মেগান-হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:০৯ এএম, ১৫ অক্টোবর ২০১৮

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে সিডনি পৌঁছেছেন ডিউক এবং ডাচেস অব সাসেক্স। অস্ট্রেলিয়া, ফিজি, টোংগা এবং নিউজিল্যান্ডে সফরের অংশ হিসেবে প্রথমেই সিডনিতে পা রাখেন মেগান মার্কেল এবং প্রিন্স হ্যারি।

গত মে মাসে বিয়ের পর এটাই এই দম্পতির প্রথম কোন রাজকীয় সফর। তারা ১৬ দিনের সফরে বেরিয়েছেন। এই সফরে তারা ইনভিক্টাস গেমস এবং বেশ কিছু ইভেন্টে যোগ দেবেন। গত শনিবার এই গেমসের আয়োজন শুরু হয়েছে।

সোমবার সিডনির বিমানবন্দরে পৌঁছানোর পর গণমাধ্যম এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাত হয় মেগান এবং হ্যারির।

অস্ট্রেলিয়ার রানী এলিজাবেথের প্রতিনিধি এবং সিডনি হার্বার রেসিডেন্সের গভর্নর জেনারেল পিটার কসগ্রোভের অফিসিয়াল বাসভবন অ্যাডমিরালটি হাউসে থাকবেন মেগান এবং হ্যারি।

এই সফরের মাধ্যমে প্রিন্স হ্যারি তার বাবা প্রিন্স চার্লস এবং মা প্রিন্সেস ডায়নার পদাঙ্ক অনুসরণ করলেন। কারণ চার্লস এবং ডায়নারও প্রথম রাজকীয় সফর ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।