সিরিয়ার সঙ্গে বর্ডার ক্রসিং পুনরায় চালু করছে জর্ডান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ এএম, ১৫ অক্টোবর ২০১৮

গুরুত্বপূর্ণ একটি সীমান্ত ক্রসিং পুনরায় চালু করার বিষয়ে একমত হয়েছে সিরিয়া ও জর্ডান। প্রায় তিনবছর ধরে দু'দেশের মধ্যে ওই সীমান্তটি বন্ধ ছিল।

জর্ডান সরকারের মুখপাত্র যুমানা ঘুনাইমাতের বরাত দিয়ে জর্ডানের পেত্রা নিউজ এজেন্সি জানিয়েছে, নাসিব ক্রসিং আগামী ১৫ অক্টোবর নতুন করে খুলে দেয়া হবে। জর্ডানে দেশ দু'টির টেকনিক্যাল টিমের সদস্যরা সাক্ষাত করার পরেই গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ঘুনাইমাত বলেন, ওই ক্রসিংটি জর্ডানের লোকজনের কাছে জাবের নামে পরিচিত। এটা সিরিয়া এবং জর্ডানের গুরুত্বপূর্ণ একটি সীমান্ত ক্রসিং। অন্যান্য আরব দেশের সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে দু'দেশ এই ক্রসিং ব্যবহার করে থাকে। সোমবার আনুষ্ঠানিকভাবে এই ক্রসিং পুনরায় চালু হবে।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।