শিক্ষার্থীদের সামনেই অধ্যক্ষকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩১ এএম, ১৫ অক্টোবর ২০১৮

শিক্ষার্থীদের সামনেই ক্লাস নেয়া অবস্থায় অধ্যক্ষকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম রঙ্গনাথ (৬০) বলে জানা গেছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভারতের বেঙ্গালুরে এ ঘটনা ঘটে।

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নিহত রঙ্গনাথ বেঙ্গালুরের আগ্রাহারা দশরাহালি সুবুরবানের হাভানুর পাবলিক স্কুলের অধ্যক্ষ। তিনি রোববার দশম শ্রেণির বিশেষ ক্লাস নিচ্ছিলেন। এ সময় ২০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল। ক্লাস চলাকালীন ৬ জন দুর্বৃত্ত ক্লাসে ঢুকে তাকে কুপিয়ে হত্যা করে চলে যায়।

শিক্ষার্থীরা জানিয়েছে, ৬ জন দুর্বৃত্ত একটি গাড়ি করে এসেছিল। হত্যা করে আবার গাড়িতে করে চলে যায়।

পরে গোপন সংবাদের ভিত্তিতে একজনকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ বলছে, গ্রেফতারের সময় সে পুলিশকে আক্রমণ করার চেষ্টা করলে তাকে লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এতে পায়ে আঘাতপ্রাপ্ত হয় দুর্বৃত্ত। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

হত্যাকাণ্ডের পেছনে স্কুলের জমিজমা-সংক্রান্ত বিষয় জড়িয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।