দক্ষিণ আফ্রিকার সহজ জয়
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে নিউ জিল্যান্ডকে হারিয়ে সিরিজে এগিয়ে গেলো দক্ষিণ আফ্রিকা। বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের পর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ছয় উইকেটের সহজ জয় তুলে নেয় প্রোটিয়ারা।
শুক্রবার ডারবানের কিংসমিডে টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। দুই ওপেনার দুর্দান্ত ব্যাটিংয়ে উড়ন্ত সূচনা পায় তারা। অধিনায়ক কেন উইলিয়ামসন ও মার্টিন গাপটিল প্রথম উইকেট জুটিতে আট ওভারে ৬৮ রান তোলেন। কিন্তু এরপর অ্যারন ফাঙ্গিসো ও ডেভিড ভিসের বোলিং তোপে দিশেহারা হয়ে যায় অতিথিরা। নিয়মিত উইকেট হারিয়ে ইনিংস বড় করতে পারেনি তারা। উইলিয়ামসন ২১ বলে ৪২ রান করেন এবং ৩৭ বলে ৪২ রান করেন গাপটিল। তাদের বিদায়ের পর ২৬ বলে ২৮ করেন জর্জ ওয়ার্কার। এরপর আর কোন ব্যাটসম্যান উইকেটে থিতু হতে না পারায় ১৫১ রানে থেমে যায় কিউইদের ইনিংস।
স্পিনার ফাঙ্গিসো ২৯ রানে ২ উইকেট নেন। এছাড়া ২টি করে উইকেটে পেয়েছেন কাগিসো রাবাদা এবং ভিসে। ১৫২ রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন দীর্ঘদিন পর দলে ফেরা হাসিম আমলা ও ফন উইক। তাদের উদ্বোধনী জুটিতে আসে ৩৫ রান। ফন উইক (১৯) ফিরে যাওয়ার পর এক প্রান্তে সাবলীল ব্যাট করতে থাকেন আমলা। অপর প্রান্তে স্বভাবসুলভ আক্রমণাত্মক ব্যাট করতে থাকেন এবি ডি ভিলিয়ার্স ও রাইলি রুশো। ডি ভিলিয়ার্স ২১ বলে ৩৩ রান করেন এবং ২০ বলে ৩৮ রান করেন রুশো। দলকে প্রায় জয়ের বন্দরে নিয়ে ৪১ বলে ৪৮ রান করে করে ফেরেন হাসিম আমলা।
আরটি/এএইচ/এমএস