ভারতে পালিত হচ্ছে ৬৯ তম স্বাধীনতা দিবস


প্রকাশিত: ০৪:১৫ এএম, ১৫ আগস্ট ২০১৫

নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে ভারতের ৬৯ তম স্বাধীনতা দিবস । দিবসটি উপলক্ষে শনিবার সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিল্লির ঐতিহাসিক লাল কেল্লায় ভাষণ দিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়া

এর আগে লালকেল্লার সামনে দেশের জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে   লালকেল্লা সামনেই জাতীর উদ্দেশ্যে ভাষণ  তিনি বলেন, এটা কোনো সাদামাটা সকাল নয়। এটা স্বপ্নের প্রত্যাশার সকাল, ১২৫ কোটি ভারতীয়র আকাঙ্ক্ষার সকাল।

এদিকে, লালকেল্লার আকাশ আজ `নো-ফ্লাই` জোন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে গোটা চত্ত্বর কড়া সুরক্ষা বলয়ে ঘিরে রাখা হয়েছে। দিল্লি পুলিসের সঙ্গেই নিরাপত্তার দায়িত্বে আছে কেন্দ্রীয় বাহিনীও।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।