১৩৬ যাত্রী নিয়ে প্রাচীর ভেঙে উড়ে গেল বিমান

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১২ অক্টোবর ২০১৮

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার একটি বিমানের ১৩৬ যাত্রী। বৃহস্পতিবার মধ্যরাতে বিমানটি ভারতের তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে উড্ডয়ন করে।

তবে উড্ডয়নের পরপরই মাটি থেকে কয়েক ফুট ওপরে উঠতেই বিমানবন্দরেরই একটি প্রাচীরে ধাক্কা খায় বিমানের দু’টি চাকা।

এতে প্রাচীরের ওপরের অংশ, প্রাচীরে লাগানো ইনস্ট্রুমেন্টেশন ল্যান্ডিং সিস্টেম (আইএলএস) অ্যান্টেনা ভেঙে পড়ে যায়।

সঙ্গে সঙ্গেই পাইলটদের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু ততক্ষণে বিমানটি রওনা হয়ে গিয়েছিল। এরপর বিমানটি মুম্বই বিমানবন্দরে অবতরণ করানো হয়।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ বলছে, বিমানের সব যাত্রীই সুরক্ষিত। মুম্বই বিমানবন্দরে সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়। দুই পাইলটকে আপাতত কাজ থেকে সরিয়ে দেয়া হয়েছে। কেন এমন ঘটনা ঘটলো তার তদন্তও শুরু হয়েছে।

সূত্র : আনন্দবাজার।

এনএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।