মিসরে চার্চে বোমা হামলা মামলায় ১৭ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১২ অক্টোবর ২০১৮

মিসরের একটি সামরিক আদালত ভয়াবহ চার্চ বোমা হামলার মামলায় ১৭ জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন। ২০১৬ ও ২০১৭ সালের সে বোমা হামলায় জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ আদেশ দিলেন আদালত। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে আদালত ও নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, এছাড়াও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ জনকে বিভ্ন্নি মেয়াদে সাজা দিয়েছেন আদালত।

মিসরের মানবাধিকার আইনজীবী খালেদ ইল-মাশরি বলেন, সামরিক আদালতের প্রসিকিউটররা আসামীদের ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে জড়িত থাকাসহ চার্চ এবং নিরাপত্তাকর্মীদের ওপর হামলায় অভিযুক্ত করেন। তবে দণ্ডপ্রাপ্তরা আদালতে আপিল করার সুযোগ পাবেন।

২০১৭ সালের এপ্রিলে দেশটির বন্দরনগরী আলেকজান্দ্রীয়ার একটি চার্চে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলায় ৪৫ জন নিহত হয়। এর আগে ২০১৬ সালে ডিসেম্বরে টান্টা শহরের কায়রো কপটিক ক্যাথেড্রালে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়। এই দুটি হামলার দায় স্বীকার করে আইএস।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।