ফার্গুসনে জরুরি অবস্থার মেয়াদ বাড়ল


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৪ আগস্ট ২০১৫

যুক্তলাষ্ট্রের সেন্ট লুইস কাউন্টির সরকার ফার্গুসন শহরে তৃতীয় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছে। শহরটিতে অস্থিতিশীলতা অব্যাহত থাকার প্রেক্ষিতে স্থানীয় সরকার এ পদক্ষেপ নিয়েছে। খবর প্রেস টিভি।

খবর বলা হয়েছে, ২০১৪ সালের ৯ আগস্ট ফার্গুসন শহরে পুলিশের গুলিতে মাইকেল ব্রাউন নামে এক কৃষ্ণাঙ্গ তরুণ নিহত হন। এর প্রতিবাদে সে সময় ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা হয়। ওই হত্যার বার্ষিকীতে ফার্গুসন এলাকায় পুলিশের এক কর্মকর্তা অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে মারাত্মক আহত হলে গত সোমবার সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। পরে বুধবার দ্বিতীয় দফায় তার মেয়াদ বাড়ান সেন্ট লুইস কাউন্টির নির্বাহী কর্মকর্তা স্টিভ স্টেঞ্জার। বৃহস্পতিবার জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়েছে তৃতীয় দফায়।

জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবা্র তিনি বলেছেন,  আমার মনে হয় আমরা সঠিক পথেই এগুচ্ছি। স্টেঞ্জারের মুখপাত্র আলিসন ব্লাড জানান, সেন্ট লুইসের পুলিশ প্রধানের সঙ্গে বৈঠকের পর তৃতীয় দফায় জরুরি অবস্থার মেয়াদ বাড়ানো হয়।
 
এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।