বঙ্গবন্ধু বেঁচে থাকলে অরাজকতাকে প্রশ্রয় দিতেন না : ড. কামাল


প্রকাশিত: ০২:১৪ পিএম, ১৪ আগস্ট ২০১৫

বঙ্গবন্ধুর নাম ভাঙ্গিয়ে  অনেকে দেশে আজ অরাজকতা চালাচ্ছে। কিন্তু বঙ্গবন্ধু বেঁচে থাকলে তিনি কখনো এগুলোকে প্রশ্রয় দিতেন না বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে গণফোরাম আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ড. কামাল বালেন, বঙ্গবন্ধু যদি জাতির পিতা হন তাহলে আমরা যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি।তাই যোগ্য উত্তরসূরি হিসেবে বঙ্গবন্ধুর আর্দশ বাস্তবায়নে যোগ্য সন্তানদের এগিয়ে আসতে হবে। এছাড়া যারা লীগ-লীগ করেন, লীগের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি করেন তারা বঙ্গবন্ধুর অনুসারী নন বলেও মন্তব্য করেন তিনি।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মফিজ ইসলাম খান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী প্রমুখ।

আএসএস/এএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।