আমিরাতে কোটি টাকার লটারি জিতলেন দুই প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৮ পিএম, ১০ অক্টোবর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত দেশটির সবচেয়ে বড় কোটি টাকার লটারি জিতেছেন দুই প্রবাসী। ওই দুই প্রবাসীর একজন ভারতের অন্যজন পাকিস্তানের। আমিরাত ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার আমিরাত ভিত্তিক শুল্কমুক্ত লটারি আয়োজনকারী প্রতিষ্ঠান ‘দুবাই ডিউটি ফ্রি’র দু’টি ড্র একসঙ্গে অনুষ্ঠিত হয়। পুরস্কার হিসেবে বিজয়ী ওই দুই প্রবাসীর প্রত্যেককে প্রায় এক কোটি করে টাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিবেদনে বলা হয়, দুটি লটারির টিকিট বিক্রি শুরু হলে খুব দ্রুতই তা শেষ হয়ে যায়। অতঃপর একসঙ্গেই লটারি দু’টির ড্র আয়োজন করে ‘দুবাই ডিউটি ফ্রি’ নামের ওই প্রতিষ্ঠান।

লটারি বিজয়ী দু’জনের একজন হলেন, পাকিস্তানের লাহোরের ইমরান আশাক। তিনি প্রথম বিজয়ী হিসেবে ২৮২ সিরিজের ২০২১ নাম্বার টিকিটে কোটি টাকা পান।

ওই বিজয়ী বলেন, ‘পুরস্কারের টাকা দিয়ে কিছু সম্পত্তি ক্রয় করব। এছাড়া এ অর্থ গাড়ি ব্যবসায়ে বিনিয়োগ করার পরিকল্পনা করছি আমি।’

এছাড়াও দ্বিতীয় বিজয়ী হিসেবে কোটি টাকার পুরস্কার পান ভারতের রমেশ কৃষ্ণাণকুতি। তার টিকিট নাম্বার হলো ৩২৯৫, সিরিজ ২৮৩।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।