বঙ্গবন্ধুকে হত্যার চক্রান্তকারীদের বিচার এখনো হয়নি


প্রকাশিত: ১০:৪৯ এএম, ১৪ আগস্ট ২০১৫

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড বাস্তবায়নকারীদের বিচার হয়েছে। কিন্ত যারা চক্রান্তকারী তাদের বিচার এখনো হয়নি। ইনশাল্লাহ, বঙ্গবন্ধুর রক্তের ও আদর্শের উত্তরাধিকার সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনার সরকার সে ব্যাপারে ব্যবস্থা নিবেন।

শুক্রবার দুপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে। এই হত্যার আদেশ এসেছিল ইয়াহিয়া সরকারের আমলে। আমরা যখন যুদ্ধ করছিলাম, তখন আগস্ট মাসেই বঙ্গবন্ধুকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে হত্যা করা জন্য ইয়াহিয়ার আদালত থেকে সে দিন আদেশ দেয়া হয়েছিল। কিন্তু পাকিস্তানিরা তা বাস্তবায়ন করতে পারেনি। দুঃখের বিষয় আমাদেরই কিছু কুলাঙ্গার বাঙ্গালি দ্বারা সে আদেশ তারা ১৯৭৫ সালের ১৫ আগস্টে এ দেশে বাস্তবায়ন করেছে।

মন্ত্রী আরো বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট সেই রাতে বাংলাদেশে অবস্থিত বিদেশি একটি কূটনৈতিক কার্যালয় সারা রাত খোলাছিল। বঙ্গবন্ধুকে হত্যার খবর তারা তাদের প্রভুদের নিশ্চিত করার পরেই সেই দূতাবাসের কার্যক্রম সে দিন বন্ধ ছিল।

মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্ল্যাহ খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর সদর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
                        
আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।