ডায়রিয়ায় সবচেয়ে বেশি মৃত্যু হয় পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ এএম, ১০ অক্টোবর ২০১৮

পানিবাহিত রোগ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয় পাকিস্তানে। ডায়রিয়া ও এ সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর তালিকায় থাকা সাতটি দেশের মধ্যে শীর্ষে আছে দেশটি। মঙ্গলবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পাকস্তানের সিন্ধু প্রদেশের স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত মহাপরিচালক ডা. ওয়াকার মাহমুদ করাচিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।

ডায়রিয়া হলো একটি নিরাময়যোগ্য রোগ এবং যদি সচেতন থাকা যায় তাহলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। ওই সংবাদ সম্মেলনে ডায়রিয়ার কারণে শিশু স্বাস্থ্য ও তাদের স্বাভাবিক বৃদ্ধির বিষয় নিয়েও আলোচনা করা হয়।

এসএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।