পলকেই ৩০ কি. মি. দূরে আঘাত হানবে রাশিয়ার নতুন বোমা ‘ড্রিল’

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫৩ এএম, ১০ অক্টোবর ২০১৮

‘ড্রিল’ নামে নতুন ধরনের একটি শক্তিশালী বোমার পরীক্ষা চালাতে যাচ্ছে রাশিয়া। বিমান থেকে নিক্ষেপণ যোগ্য এই বোমা চোখের পলকেই ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে পারবে।

দেশটির সামরিক বাহিনীর উপ-প্রধান আলেকজান্ডার কোচকিনকে উদ্ধৃতি দিয়ে রুশ সংবাদমাধ্যম প্রাভাদা এ তথ্য প্রকাশ করেছে।

খবরে বলা হয়েছে নতুন এই বোমা কখনই রাডারে ধরা পরবে না। এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম।

এদিকে ড্রিল নামের নতুন এই বোমা এখনও পরীক্ষা-নিরীক্ষার পর্যায়ে আছে উল্লেখ করে কোচকিন বলেছেন, এই বোমার পরীক্ষায় সাফল্যের বিষয়ে তিনি অনেকটাই নিশ্চিত।

চলতি বছরের শুরুতে প্রায় ৫০০ কেজি ওজনের এই বোমা তৈরির ঘোষণা দিয়েছিল রাশিয়া। জানা গেছে নতুন এই বোমা বিমান থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারবে।

ওদিকে, রাশিয়ার এই ড্রিল বোমার খবরে পশ্চিমা সংবাদমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে। এরমধ্যে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে, ‘ড্রিল’ নামের নতুন এই বোমাকে রাশিয়ার দায়িত্বহীন আগ্রাসনের বহিঃপ্রকাশ বলে উল্লেখ করা হয়েছে।

এমএমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।