২০১৯ সালে বিশ্বে অর্থনীতিতে শীর্ষে থাকবে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৫১ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

২০১৯ সালে বিশ্বের উঠতি অর্থনীতির দেশগুলোর মধ্যে শীর্ষস্থানে থাকবে ভারত। ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের (আইএমএফ) এক পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের পরিসংখ্যানে উঠে এসেছে যে, আগামী এক বছরের মধ্যে ভারতের অর্থনৈতিক সমৃদ্ধির হার ৭.৪ শতাংশ হবে। ২০১৭ সালে এই বৃদ্ধির হার ছিল ৬.৭ শতাংশ।

এই বৃদ্ধির মূল কারণ হবে মুদ্রা বিনিময়ে সার্বিক বৃদ্ধি ও জিএসটির প্রয়োগ যা বিনিয়োগ ও বেসরকারি বাজারের অর্থনৈতিক বৃদ্ধিকেও অনেকটাই এগিয়ে নিয়ে যাবে।

আইএমএফ-এর তথ্য অনুযায়ী, ২০১৮ সালে এই বৃদ্ধির হার হবে ৭.৩ শতাংশ যা ২০১৯ সালে বেড়ে হতে পারে ৭.৪ শতাংশ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ার ফলেও বৈদেশিক মুদ্রা বিনিময়ের ক্ষেত্রেও লাভবান হবে উঠতি অর্থনীতিগুলো।

আইএমএফ বলছে, ভারতের অর্থনীতির হার যদি এটাই হয়, তাহলে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী অর্থনীতির মধ্যে শীর্ষস্থান অধিকার করবে ভারতই। ২০১৭ সালে এই স্থানের অধিকারী ছিল চীন।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।