নারীদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করতেন মেক্সিকান দম্পতি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১৫ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

নারীদের হত্যা করে তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করার অভিযোগে মেক্সিকান এক দম্পতিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা এই দম্পতি অন্তত ১০ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে তোলা অভিযোগের তদন্ত করছে তারা। বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারের পর অন্তত ২০জন নারীকে হত্যার কথা স্বীকার করেছে ওই দম্পতি। এছাড়া তাদের বাড়িতে এবং কাছাকাছি একটি জায়গায় মানুষের শরীরের টুকরো খুঁজে পেয়েছেন তদন্তকারীরা। এসব অঙ্গপ্রত্যঙ্গ একটি বালতি এবং ফ্রিজে রাখা ছিল।

তদন্তকারী পুলিশ কর্মকর্তারা বলছেন, ওই দম্পতি নারীদের হত্যা করে তাদের শরীরের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি করতেন। কিন্তু তারা কোথায় এবং কার কাছে এই অঙ্গপ্রত্যঙ্গগুলো বিক্রি করতেন, তা এখনো জানা যায়নি।

উল্লেখ্য, নারী হত্যা মেক্সিকোতে নতুন কোন ঘটনা নয়। বেশিরভাগ সময় এ হত্যাগুলোর কোন বিচার হয় না। কিন্তু এই ঘটনার ভয়াবহতা প্রকাশ পাওয়ার পর দেশটিতে ক্ষোভের তৈরি হয়েছে। এর প্রতিবাদে অনেক মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করছেন বলে জানা যায়।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।