নিউইয়র্কে দুর্ঘটনার শিকার বরযাত্রীবাহী গাড়ি, নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:১০ এএম, ০৮ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি বিলাসবহুল লিমোজিন গাড়ির সঙ্গে একটি ছোট গাড়ির সংঘর্ষে অন্তত ২০ জন নিহত হয়েছেন।

রোববার পুলিশের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, শনিবার দুপুর ২টার দিকে স্কোহায়ারের অ্যাপল ব্যারেল কান্ট্রি স্টোরের সামনে একটি বরযাত্রীবাহী লিমোজিনের সঙ্গে আরেকটি ছোট গাড়ির সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিবিসি) ঘটনাস্থলে একটি তদন্তকারী দল পাঠিয়েছে। ওই দলটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রর একটি লাক্সারি পরিবহন দুর্ঘটনার কবলে পড়লে হতাহতের ঘটনা ঘটে।

এনটিবিসির চেয়ারম্যান রবার্ট সামোয়েল্ট বলেন, ঘটনাস্থলে একটি তদন্তদল পাঠানো হয়েছে। তারা বিষয়টি নিয়ে বিস্তারিত জানার পর সঠিক তথ্য জানা যাবে।

জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।