বিলবোর্ড ভেঙে প্রাণ গেল ৪ রিকশা আরোহীর

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৮

ভারতে ৪০ ফুট উঁচু একটি বিলবোর্ড ভেঙে পড়ায় চাপা পড়ে চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত ১১ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। শুক্রবার সকালে মহারাষ্ট্রের পুনে শহরের জুন্না বাজারে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, রেলের জায়গায় বিজ্ঞাপনের জন্য ওই বিলবোর্ডটি রাখা হয়। সকালের দিকে সরাতে গিয়ে হঠাৎ করে লোহানির্মিত বিরাটাকার বিলবোর্ডটি ভেঙে পড়ে। বিলবোর্ডে চাপা পড়ে ৬টি অটোরিকশা, একটি প্রাইভেটকার ও তিনটি দুই চাকার যান ভেঙে চুরমার হয়ে যায়। এতে দুই রিকশায় থাকা চারজন আরোহী ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের দাবি, বেআইনিভাবে রেলের জায়গায় এই বিলবোর্ড লাগানো হয়েছিল। পুনে মিউনিসিপ্যাল কর্পোরেশনের বিপর্যয় মোকাবেলা দল ভেঙে পড়া বিলবোর্ডের নিচ থেকে মরদেহ উদ্ধার করে। পরে তাদেরকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।