ভারতের দুই বিমানবন্দর বন্ধ ঘোষণা
রানওয়ে মেরামতের জন্য ভারতের দু'টি ব্যস্ততম বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর ও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে মেরামতের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে এভিয়েশন কর্তৃপক্ষ। খবর শিনহুয়া নিউজ এজেন্সি।
বৃহস্পতিবার এভিয়েশন সূত্রের এক খবরে জানানো হয়েছে যে, ওই বিমানবন্দর দু’টির সংস্কার কাজ জরুরি। তাই মেরামতের জন্য দু’টি বিমানবন্দরের সব কার্যক্রম কিছুদিনের জন্য বন্ধ রাখা হবে।
মুম্বাই বিমানবন্দরের দু’টি এবং দিল্লি বিমানবন্দরের তিনটি রানওয়ে আছে। দিল্লির রানওয়ে তিনটি দিয়ে ঘন্টায় ৭৫টি বিমান ওঠানামা করতে পারে যা দেশটিতে সর্বোচ্চ বিমান ওঠানামার রেকর্ড।
মুম্বাই বিমানবন্দরে দুই দফায় চলতি অক্টোবর ও আগামী বছরের মার্চ মাসের মধ্যে রানওয়েগুলো মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ চলবে। দিল্লি বিমানবন্দরটি আগামী ১৫ নভেম্বর থেকে ১৩ দিন রানওয়েগুলোর সংস্কার কাজের জন্য বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।
টিটিএন/এমএস