পালানোর জন্য নেতানিয়াহুকে সাঁতার শিখতে বললেন ইরানি কমান্ডার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:১৬ এএম, ০৬ অক্টোবর ২০১৮

ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ভূমধ্যসাগরে সাঁতার শেখার জন্য পরামর্শ দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভারপ্রাপ্ত প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি। শুক্রবার ইস্ফাহানে স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজের এক অনুষ্ঠানে এ পরামর্শ দেন তিনি। খবর পার্সট্যুডের।

নেতানিয়াহুর উদ্দেশে তিনি বলেন, ভূমধ্যসাগরে সাঁতার শিখুন। কারণ, খুব শিগগিরই এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, যখন সাগর ছাড়া পালানোর আর কোনো পথ থাকবে না।

মার্কিন নীতির সমালোচনা করে সালামি বলেন, একের পর এক ব্যর্থতা থেকে আমেরিকা শিক্ষা নিচ্ছে না। আমেরিকা যদি তার অন্যায় নীতি অব্যাহত রাখে, তাহলে দেশটিকে আরও বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হতে হবে।

গত ৪০ বছর ধরে ইরান কোনো সাম্রাজ্যবাদী শক্তির কাছে মাথানত করেনি। তবে বড় বড় বিজয় অর্জন করেছে বলে বলেও মন্তব্য করেন সালামি।

মুসলিম বিশ্বে ইরানের প্রভাব প্রসঙ্গে ইরানি এই কমান্ডার বলেন, মুসলিম বিশ্বে ইরানের যে প্রভাব তা আধ্যাত্মিক ও তা মানুষের বিশ্বাসের সঙ্গে সম্পর্কিত। এ সময় সিরিয়ায় ইরানের উপস্থিতি সামরিক উপদেষ্টা পর্যায়ের বলে তিনি জানান।

এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।