নওয়াজ শরীফের বড় ভাই শেহবাজ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:৫১ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বড় ভাই শেহবাজ শরিফকে গ্রেফতার করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা। শুক্রবার লাহোরের আশিয়ানা-ই-ইকবাল হাউসিং এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় তদন্ত সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংস্থাটির লাহোর শাখা পাঞ্জাব প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী শেহবাজ শরীফকে আশিয়ানা কোম্পানী মামলায় গ্রেফতার করেছে।

বিবৃতিতে আরো বলা হয়, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সভাপতি শেহবাজকে শনিবার (৬ অক্টোবর) দূর্নীতি দমন আদালতে হাজির করা হবে।

এছাড়াও সাফ পানি নামের আরেকটি মামলায় আদালতে হাজিরা দিচ্ছেন শেহবাজ শরীফ। এরই মধ্যে দেশটির জাতীয় তদন্ত সংস্থা হাউজিং দূর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করলো তাকে। নওয়াজ শরীফের মেয়ে মরিয়ম আওরঙ্গজেব শেহবাজের গ্রেফতার হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী শেহবাজের গ্রেফতারের বিষয়ে বলেন, দূর্নীতির বিরুদ্ধে তদন্ত অব্যাহত থাকবে। পাকিস্তান সরকার দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং খুব দ্রুত অনেকেই গ্রেফতার হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর লাহোরে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তার আগে দেশটির অন্যতম বিরোধীদল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের সভাপতিকে গ্রেফতার করা হলো।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।