পশ্চিমবঙ্গে পূজায় এবার ১৫ দিন ছুটি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:১৯ এএম, ০৫ অক্টোবর ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য সুখবর। এবার পূজায় তারা ছুটি পাচ্ছেন টানা ১৫ দিন। সরকারি চাকরিজীবীদের জন্য এমনই সুখবর দিল মমতা ব্যানার্জির সরকার।

জানা গেছে, আগামী ১৫ অক্টোবর থেকে ষষ্ঠী শুরু। ওইদিন থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। ফলে একটানা ছুটি হচ্ছে ১১ দিন।

তার আগে ১৩ ও ১৪ তারিখ চতুর্থ ও পঞ্চমীর দিন শনি ও রোববার এমনিতেই ছুটি থাকছে। ২৬ অক্টোবর অফিস খোলা। ২৭ ও ২৮ অক্টোবর ফের দুদিন ছুটি।

এখন কেউ যদি ১৩ তারিখ (শনিবার) অফিস করেন তাহলে সেই ছুটিটা ২৬ অক্টোবর বদলে নিতে পারবেন। তাহলে একটানা ১৪ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ১৫ দিন ছুটি পাওয়া যাবে।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।