আমিরাতে ফুজাইরাহ টাওয়ারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ টাওয়ারে অগ্নিকান্ডে ২ জন আহত হয়েছেন। বুধবার আনুমানিক রাত পৌনে দশটায় ফুজাইরাহ শহরের ওই আবাসিক টাওয়ারে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফুজাইরাহর বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলি আল তুনালি বলেন, আহত দুই বাসিন্দাকে ভবনটির ধোয়া ছড়িয়ে পড়া অংশ থেকে উদ্ধার করা হয়।

আগুন নেভানোর জন্য খুব দ্রুত বেসামরিক প্রতিরক্ষা দলের সদস্যদের ঘটনাস্থলে পাঠালে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনটির নিচ তলা থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে জানান তারা।

ছয় তলা ওই ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই খুব দ্রুত বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়। বর্তমানে ভবনটির আগুন নিয়ন্ত্রণে আছে। পুলিশ বলছে, আগুন নেভানোর কাজ সম্পন্ন হলেই বাসিন্দাদের আবার ভবনটিতে ফিরে আসার অনুমতি দেয়া হবে।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।