কিশোরকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৬ ডুবুরির

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৪ অক্টোবর ২০১৮

মালয়েশিয়ায় অব্যবহৃত একটি মাইনিং পুলে এক কিশোরকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ৬ ডুবুরি। বুধবার ১৭ বছর বয়সী এক কিশোর তার বন্ধুদের সঙ্গে মাছ ধরতে গিয়ে ওই মাইনিং পুলের পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়েই সাত উদ্ধারকর্মীর মৃত্যু হয়। খবর বিবিসি।

কর্তৃপক্ষ বলছে, ওই ডুবুরিরা ওখানে একটা ঘূর্ণিপাকের কবলে পড়লে হঠাৎ শক্তিশালী স্রোত তাদের সঙ্গে থাকা সরঞ্জামাদি ভাসিয়ে নিয়ে যায়। বৃহস্পতিবার পুনরায় ওই কিশোরকে উদ্ধারের কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তারা।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সিলাংগর রাজ্যের সেপাং জেলার একটি মাইনিং পুলে ওই কিশোর তার বন্ধুদের সঙ্গে মাছ ধরার সময় হঠাৎ পানিতে পড়ে গেলে ডুবুরিরা তাকে উদ্ধারের জন্য যায়।

প্রথমে একজন ডুবরি পানিতে নামার ৩০ মিনিট পরেও যখন তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না তখন অন্য পাঁচজন ডুবুরি খুব অসেচতনভাবেই পানিতে লাফ দেয়। এরপর শক্তিশালী স্রোত তাদের ব্যবহৃত সরঞ্জামাদি ভাসিয়ে নিয়ে গেলে ঘটনাস্থলেই মারা যান তারা।

এসএ/টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।