ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানের জরুরি অবতরণ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ এএম, ০৪ অক্টোবর ২০১৮

সিডনির বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান। কর্তৃপক্ষ বলছে, জ্বালানী কমে যাওয়ায় বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়েছে।

১৯৪ জন আরোহী নিয়ে যাত্রা করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ফ্লাইট ইউএ৮৩৯। লস অ্যাঞ্জেলসের উদ্দেশে ১৫ ঘণ্টার যাত্রা করেছিল বিমানটি। কিন্তু যাত্রা শেষ হওয়ার আগেই বিমানটিকে সিডনিতে জরুরি অবতরণ করতে হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার বিমানটিতে সিডনিতে জরুরি অবতরণ করে। পুলিশ জানিয়েছে, তারা জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক সাড়া দিয়েছে।

ইউনাইটেড এয়ারলাইন্সের তরফ থেকে যান্ত্রীক ত্রুটির কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে এবং বিমানে থাকা সব আরোহীই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।