সাত রোহিঙ্গাকে মিয়ানমার ফেরত পাঠাচ্ছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০ এএম, ০৪ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

ভারত থেকে সাত রোহিঙ্গা নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে মিয়ানমারে। দেশটির পুলিশ কর্মকর্তারা বলছেন, অনুপ্রবেশের দায়ে ২০১২ সাল থেকে তারা ভারতের জেলে ছিলেন। তবে ভারতের এ সিদ্ধান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মুখে পড়তে পারে বলে বলা হচ্ছে। খবর- এনডিটিভির।

এদিকে যেখানে মিয়ানমার থেকে লাখ লাখ রোহিঙ্গা মুসলিম নাগরিক পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে সেখানে ভারতের এ পদক্ষেপ জাতিসংঘের সমালোচনার মুখে পড়েছে। বলপূর্বক রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মুখে পড়তে পারে বলেও দেশটির বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে।

তবে আসামের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল ভাস্করজ্যোতি মহান্ত বলেছেন, ‘এটি একটি রুটিন প্রক্রিয়া, আমরা সব অবৈধ বিদেশিদেরই নির্বাসিত করি।’

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক তেন্ডাই আচিউইম বলেন, ‘শরণার্থীদের জোর করে ওই দেশেই ফের পাঠানো তাদের সুরক্ষা করার অধিকারকে অস্বীকার করে।’

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মতে, রোহিঙ্গাদের সমস্যা সমাধানের জন্য ভারতকে মিয়ানমারের উপর প্রভাব খাটাতে হবে। রোহিঙ্গারা বর্তমান পরিস্থিতিতে সহজেই ওখানে ফিরতে চাইবেন না। কারণ তারা ভয় পাবেন। ওখানে এখন যা অবস্থা তাতে সম্মানের জীবন নিয়ে বাঁচতে পারবেন না তারা।’

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।