‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার পেলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ০৪ অক্টোবর ২০১৮

পরিবেশ সংক্রান্ত জাতিসংঘের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার তার হাতে ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পুরস্কার তুলে দেন জাতিসংঘের সহাসচিব অ্যান্টোনিও গুতারেস।

পরিবেশ সংক্রান্ত বিষয়ে উল্লেখযোগ্য কাজ করার জন্য মোদির হাতে এ পুরস্কার তুলে দেয়া হয়। শুধু মোদিই নন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোও এ পুরস্কার পেয়েছেন। গত মাসে জাতিসংঘের সাধারণ সভায় তাদের নাম ঘোষণা করা হয়।

২০২২ সালের মধ্যে সমগ্র ভারতে সৌরশক্তির ব্যবহার ব্যাপকভাবে বাড়ানো এবং প্লাস্টিকের ব্যবহার পুরোপুরি বন্ধ করাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বর্তমান বিজেপি সরকার। এ সিদ্ধান্তের স্বীকৃতিস্বরূপই তাকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে।

এছাড়া কেরালা রাজ্যের কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর প্রথম সৌরশক্তি চালিত বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। ওই বিমানবন্দরের সকল কার্যক্রম সৌরশক্তি দ্বারা পরিচালিত হচ্ছে। ভারতের অন্যতম বৃহত্তম এবং দেশের চতুর্থ ব্যস্ত এ বিমানবন্দরটি ২০১৫ সাল থেকে প্রথমবারের মতো সৌরশক্তিতে সব কার্যক্রম পরিচালনা শুরু করে।

আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।