যুক্তরাষ্ট্রে ৭ কর্মকর্তা গুলিবিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৪ এএম, ০৪ অক্টোবর ২০১৮

যুক্তরাষ্ট্রে সাত আইন প্রয়োগকারী কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা মারাত্মক। সাউথ ক্যারোলিনার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, এক বন্দুকধারীর গুলিতে ওই কর্মকর্তারা গুলিবিদ্ধ হয়েছেন। খবর বিবিসির।

শেরিফ অফিস থেকে ফোন করে ফ্লোরেন্স শহরের পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়। ফোন পাওয়ার পর পরই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এক বন্দুকধারী শিশুদের জিম্মি করে রেখেছিল। প্রায় দু'ঘণ্টা শিশুদের জিম্মি করে রাখা হয়।

পরে পুলিশের সহায়তায় ওই বন্দুকধারী আত্মসমর্পন করতে বাধ্য হয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার পরিচয় এখনও জানা যায়নি। কি কারণে সে আইন প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা চালিয়েছে সেটাও এখনও পরিস্কার নয়।

গান ভায়োলেন্স আর্কাইভের এক প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

টিটিএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।