আমিরাতে বয়স্কদের জন্য বিনামূল্যের পরিবহন সেবা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৬ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের গণপরিবহনে বয়স্কদের বিনা ভাড়ায় চলাচলের সুযোগ করে দিলো দেশটির সরকার। বুধবার শারজাহ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয় । আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সড়ক ও পরিবহন কর্তৃপক্ষের এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ সুবিধা ছাড়াও নির্দিষ্ট কিছু ট্যাক্সিতে চলাচলের জন্য বয়স্কদের কাছ থেকে অল্প ভাড়া নেয়ার নির্দেশনা দিয়েছে তারা।

প্রশাসনিক সেবা বিভাগের প্রধান ইউসুফ সুলাইমান আল হামাদি বলেন, বয়স্কদের সহযোগিতা করতে আমিরাত সরকার যে প্রতিশ্রুতিবদ্ধ তারই প্রমাণ হিসেবে সরকারি বাসে তাদের জন্য এই সুবিধা চালু করা হলো।

তিনি আরো বলেন, শারজাহ হলো আরব বিশ্বের প্রথম শহর যেখানে বয়স্কদের জন্য এ সুবিধা চালু করা হলো। সড়ক এবং পরিবহন কর্তৃপক্ষ ছাড়াও সরকারি বেশ কিছু সংস্থার বিরামহীন প্রচেষ্টায় এ সেবা আলোর মুখ দেখলো।

খুব শীঘ্রই উপকারভোগী মানুষদের জন্য এই বিশেষ সেবা আনুষ্ঠানিকভাবে শুরু হবে বলে জানান তিনি।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।