আমিরাতে কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:০৯ পিএম, ০২ অক্টোবর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতের পূর্বাঞ্চলের উপকূলীয় ফুজাইরাহ শহরে একটি কারাভ্যান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ২৩টি কারাভ্যান পুড়ে ছাই হয়ে গেলেও এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

দেশটির ফায়ার সার্ভিস কর্মীদের তাৎক্ষণিক বিচক্ষণতায় কারখানা থেকে ২২৫ জন শ্রমিককে দ্রুত সরিয়ে নেয়া হয়। অগ্নিকাণ্ডের পর তদন্ত শুরু করেছে ফুজাইরা সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

একই সঙ্গে অগ্নি-নিরাপত্তা অাইন মেনে চলতে ওই এলাকার কারখানা মালিকদের জন্য সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির এক কর্মকর্তা বলেন, সকাল ৭টা ৩৫মিনিটের দিকে সিভিল ডিফেন্স অপারেশন রুমে একটি টেলিফোন কল আসে। এতে ফুজাইরাহ শহরের মুরবেহ এলাকার কারখানায় অগ্নিকাণ্ডের খবর দেয়া হয়।

তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অগ্নি-নির্বাপণকর্মী ও অ্যাম্বুলেন্স পাঠানো হয়। ফলে কোনো ধরনের হতাহত ছাড়াই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ব্রিগেডিয়ার আল তুনাইজি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনার পর আল ফুজাইরাহ পুলিশের কাছে কারখানাটি হস্তান্তর করা হয়েছে। তারা অগ্নিকাণ্ডের কারণ শনাক্তে অনুসন্ধান শুরু করেছে। তিনি বলেন, দুর্ঘটনায় বেশ কয়েকটি কারাভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র : খালিজ টাইমস, দ্য ন্যাশনাল।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।