শোক দিবস উপলক্ষে সচিবালয়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ সচিবালয় ক্লিনিক প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির পালিত হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী এ কর্মসূচির উদ্বোধন করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এ কর্মসূচিতে সকল মন্ত্রণালয় ও বিভাগসহ বিভিন্ন সংস্থার ৯৬ জন কর্মকর্তা-কর্মচারি সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের সহযোগিতায় সংগৃহীত এ রক্ত থ্যালাসেমিয়া রোগীসহ অন্যান্য রোগীদের দেয়া হবে।
কর্মসূচির উদ্বোধনকালে সিনিয়র সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, ব্যক্তি মুজিব নিহত হলেও তার চেতনা মরেনি। বাঙালির সাহস, শক্তি ও আকাঙ্ক্ষার উৎস বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগের মহিমার প্রতি সম্মান দেখিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে নবীন প্রজন্ম উদ্বুদ্ধ হবে এবং অনেক অসুস্থ মানুষ সুস্থ হওয়ার সুযোগ পাবেন।
এ রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সচিব, অতিরিক্ত সচিবসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।
এসএ/একে/পিআর