ইরানে ভেজাল মদ খেয়ে ৪২ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:৫০ পিএম, ০২ অক্টোবর ২০১৮

ইরানে ভেজাল মদ পান করে কমপক্ষে ৪২ জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত ইরাজ হারিরচি বলেন, স্থানীয়ভাবে তৈরি এই ভেজাল মদ খেয়ে আরও ১৬ জন অন্ধ হয়ে গেছেন এবং ১৭০ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। গত তিন সপ্তাহে দেশটির ৫টি প্রদেশে ভেজাল মদ পান করে কমপক্ষে ৪৬০ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যার মধ্যে একজন ১৯ বছরের নারী বলেও জানান তিনি।

ইরানে অ্যালকোহল নিষিদ্ধ হলেও স্থানীয়ভাবে তৈরি করা মদের ব্যাপক বাজার রয়েছে। এসব মদে অনেক সময় ইথানলের বদলে বিষাক্ত রাসায়নিক মিথানল ব্যবহার করা হয়। গত সপ্তাহে বন্দর আব্বাস শহরের একটি বাড়ি থেকে এই মদ তৈরির অভিযোগে এক দম্পতিকে গ্রেফতার করে পুলিশ।

উল্লেখ্য, ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর দেশটিতে মদপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দেশটির সংবিধানের ২৬৫ নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কোনো মুসলিম যদি মদপান করে তাকে শাস্তি স্বরুপ ৮০ বার বেত্রাঘাত করার বিধান রয়েছে।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।