ইন্দোনেশিয়ায় সুনামিতে নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:১৫ পিএম, ০২ অক্টোবর ২০১৮

ভূমিকম্প ও সুনামিতে মৃত্যু উপত্যকায় পরিণত ইন্দোনেশিয়ায় এ পর্যন্ত ১২৩৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা বলছে, গতকালের দেয়া ৮৪৪ জনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩৪ জনে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে যে ধারণা করা হয়েছিল তার চেয়ে অনেক বেশি মানুষের প্রাণহানি ঘটতে পারে। এখনও অনেক মানুষ ধসে পড়া ভবনের নিচে আটকা পড়ে আছে বলেও জানান তারা। এর আগে দেশটির ভাইস প্রেসিডেন্ট জুসুফ কাল্লা বলেছিলেন, প্রাণহানির সংখ্যা কয়েক হাজার ছাড়িয়ে যাবে।

ভূমিকম্পে প্রায় ২ লাখ মানুষ গৃহহারা হয়ে পড়েছে। এছাড়াও কয়েক হাজার মানুষ এখনও বিপর্যস্ত এলাকায় আঁটকে আছে বলে জানিয়েছেন দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার কর্মকর্তারা। জরুরি সহায়তা না করা হলে অনেক মানুষকে বাঁচানো সম্ভব না বলেও জানিয়েছেন তারা।

শুক্রবার দেশটির সুলাওয়েসি দ্বীপে ভূমিকম্পের পর ভয়াবহ সুনামি আঘাত হানে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৫। সুনামির ফলে সৃষ্ট ২০ ফুট উঁচু ঢেউ সুলাওয়েসির পালু শহরকে ভাসিয়ে নিয়ে গেছে।

উল্লেখ্য, গত মাসে ইন্দোনেশিয়ার লম্বোক দ্বীপে কয়েক দফা ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে গত ৫ আগস্টের ভয়াবহ ভূমিকম্পে দেশটির লম্বোক দ্বীপে ৪৬০ জন নিহত হয়।

এসএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।