কাশ্মীরে মসজিদে গ্রেনেড বিস্ফোরণে আহত ১১


প্রকাশিত: ০৯:৪০ এএম, ১৩ আগস্ট ২০১৫

ভারতের কাশ্মীরের সোপিয়ান জেলার একটি মসজিদে গ্রেনেড বিস্ফোরণে অন্তত ১১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া ও এনডিটিভির।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সোপিয়ান জেলার জামিয়া ট্রেনজ মসজিদ থেকে ফজরের নামাজ শেষে লোকজন বের হচ্ছিলেন। এমন সময় মসজিদ চত্বরে একটি উল্টো করে রাখা ধাতব গ্লাস দেখতে পায়। এরপর একজন যখন উল্টো করে রাখা গ্লাসটি সোজা করতে যায়, তখনই এর নিচে লুকিয়ে রাখা গ্রেনেডটির বিস্ফোরণ ঘটে। পরে ওই মসজিদ চত্বর থেকে আরও একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে বলে ওই কর্মকর্তা জানান।

এর আগে বুধবার সোপিয়ান জেলার খানিয়ার এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গ্রেনেড হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজন আহত হন।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।