জাপানে টাইফুনের আঘাতে ভূমিধস, আহত ৮৪

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:০১ এএম, ০১ অক্টোবর ২০১৮

জাপানে শক্তিশালী টাইফুন আঘাত হেনেছে। রোববার টাইফুন ট্রামির আঘাতে ভূমিধসের ঘটনা ঘটেছে। টাইফুন আঘাত হানায় স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

টাইফুনের আঘাতে পশ্চিমাঞ্চলীয় ওসাকা শহরের কাছে ভূমিধসের ঘটনা ঘটেছে। সে সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২১৬ কিলোমিটার।

Japan

ঘূর্ণিঝড়টি পূর্বদিকে অগ্রসর হওয়ায় অনেক ফ্লাইট ও ট্রেন সেবা বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত হানার পর সাড়ে সাত লাখের বেশি বাড়ি-ঘর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Japan

ঘূর্ণিঝড়ের আঘাতে কমপক্ষে ৮৪ জন আহত হয়েছে। এক মাসেরও কম সময় আগে ২৫ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন আঘাত হানার পর এবার টাইফুন ট্রামি আঘাত হানল। গত সেপ্টেম্বরের শুরুতেই দেশের পশ্চিমাঞ্চলে শক্তিশালী ঘূর্ণিঝড় জেবি আঘাত হানে। এতে কমপক্ষে সাতজন প্রাণ হারায়।

টিটিএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।