ছেলের মোটরসাইকেলে চড়ে না ফেরার দেশে মা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৫৯ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রতীকী ছবি

ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে ডাক্তার দেখাতে বাসা থেকে বের হয়েছিলেন কাঞ্চন মাইতি (৬৩)। কিন্তু তার আর ডাক্তার দেখানো হয়নি। তার আগেই মোটরসাইকেলে থেকে চলে গেছেন পড়ে না ফেরার দেশে।

শনিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কাঁথি রসুলপুর রাস্তার ফুলবারি বাজারে কাছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে কাঞ্চন মাইতির বাড়ি কাঁথি থানার শুনিয়া গ্রামে। শনিবার সকালে ডাক্তার দেখাতে বাড়ি থেকে ছেলের মোটরসাইকেলে চড়ে রসুলপুরের উদ্দেশে রওনা দেন। পথে ফুলবারি বাসস্ট্যান্ডের কাছে রাস্তার বাম্প (গতি নিয়ন্ত্রক) পার হওয়ার সময় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি।

এরপর স্থানীয় লোকেরা কাঞ্চন মাইতিকে উদ্ধার করে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে আসে। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।