শাদে বোকো হারামের হামলায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, ৩০ সেপ্টেম্বর ২০১৮

মধ্য আফ্রিকার দেশ শাদে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুকযুদ্ধে দলটির ১৭ সদস্য নিহত হয়েছে। দেশটির লেক শাদ অঞ্চলে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে পাল্টা অভিযানে চালালে তারা নিহত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শনিবার বোকো হারামের হামলায় ২ সেনাসহ ছয়জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে তিনজন বন বিভাগের কর্মকর্তা ও দু’জন শুল্ক কর্মকর্তা।

এক সামরিক সূত্র জানায়, হামলাকারীদের প্রতিহত করা হয়েছে। শাদ সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল আজম বলেন, ১৭ জন বোকো হারাম সেনাকে হত্যা করা হয়েছে।

আফ্রিকার এই দেশটিতে প্রায়ই হামলা চালিয়ে থাকে বোকো হারাম। সর্বশেষ ২২ জুলাই বোকো হারামের এক হামলায় ১৮ জন নিহত হয়। এই সন্ত্রাসী গোষ্ঠীটি ২০০৯ সাল থেকে নাইজেরিয়া হামলা চালিয়ে আসছে। এখন পর্যন্ত তাদের হামলায় প্রাণ হারিয়েছে ২০ হাজারেরও বেশি মানুষ। এছাড়াও ঘরছাড়া হয়েছে প্রায় ২০ লাখ।

এসএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।