চীনে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৪
চীনের উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৪৪ এ দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচ শতাধিক মানুষ। স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ১১টার দিকে পর পর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া নিউজ জানায়, বন্দরনগরী তিয়ানজিনের একটি রাসায়নিক দ্রব্যের গুদামে পর পর দুটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ছবি এবং ভিডিওতে দেখা যায়, আগুন ছড়িয়ে আশেপাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ছে।
চীনের সরকারি সূত্র জানায়, বিস্ফোরণের এ ঘটনায় অন্তত ৪৪ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১২ জন দমকল কর্মী রয়েছেন। বহু লোককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে বলা হয়েছে।
সিনহুয়ার খবরে বলা হয়, তিয়ানজিন শহর থেকে কয়েক কিলোমিটার দূর থেকেও আগুনের শিখা দেখা যাচ্ছিল। আশ পাশের বিভিন্ন ভবন এবং বন্দরের শত শত গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রত্যক্ষদর্শী মিস ইয়াং জানান, একটি মার্কেট থেকে কেনাকাটা করে মাত্র বের হয়েছি। এ সময় হঠাৎ পাশেই একটি আগুনের কুণ্ডলী দেখা যায় এবং এটি বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় আশেপাশের ভবনসমূহ, গাড়ি সবকিছু কাঁপতে থাকে। ভয়ে সবাই দৌড়ে পালিয়ে যায়।
তিয়ানজিন শহরটি চীনের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পনগরী। এটি দেশটির রাজধানী বেইজিং থেকে দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত। শহরটির জনসংখ্যা প্রায় সাড়ে সাত মিলিয়ন।
এসআইএস/আরআইপি