মোবাইল চার্জ দিতে ককপিটে ঢুকে পড়লেন যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

মোবাইলে চার্জ কমে যাওয়ায় চার্জের পয়েন্ট খুঁজেছিলেন এক বিমানযাত্রী। কোথাও চার্জ দেয়ার পয়েন্ট খুঁজে না পেয়ে সোজা ঢুকে পড়েন বিমানের ককপিটে। আর এ অপরাধে তাকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়। ঘটনাটি ঘটেছে ভারতে।

ইন্ডিগো এয়ারলাইন্সের বিমানে মুম্বাই থেকে কলকাতায় যাচ্ছিলেন ওই যাত্রী। তবে নিরাপত্তা সীমা ভেঙে ককপিটে ঢুকে পড়ায় বিমান থেকে নামিয়ে মুম্বাই বিমানবন্দর পুলিশ স্টেশনে নিয়ে যান বিমানের নিরাপত্তা কর্মীরা।

ইন্ডিগো এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্ডিগো বিমানটি তখন মাটিতেই ছিল, এ সময় এক যাত্রী ককপিটে ঢুকে পড়েন এবং জানায় তার মোবাইলে চার্জ দিতে হবে। পরে 6E-395 ফ্লাইটের ক্যাপ্টেন ককপিটে ঢুকে নিরাপত্তা ভাঙার অপরাধে ওই যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেন।

অন্যদিকে গত সোমবার দিল্লি থেকে পাটনাগামী গো এয়ারের বিমানে একজন যাত্রী আকাশে থাকা অবস্থাতেই বিমানে পিছনের দরজা খোলার চেষ্টা করেন। তবে অন্য একজন সহযাত্রী অ্যালার্ম বাজিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলে ওই যাত্রীকে আটক করা হয়। পরে তদন্তের জন্য সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) কাছে তাকে হস্তান্তর করা হয়। সূত্র : এনডিটিভি

আরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।