মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করার চেষ্টা করছে চীন : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:১৮ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

যুক্তরাষ্ট্রের আসন্ন মধ্যবর্তী নির্বাচনে চীন হস্তক্ষেপ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্ব নেতাদের তিনি এ কথা বলেছেন। খবর বিবিসির।

বুধবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘চীন আমাকে কিংবা আমার দলকে ক্ষমতায় দেখতে চায় না। কারণ আমিই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যে, বাণিজ্য ইস্যুতে চীনকে চ্যালেঞ্জ জানিয়েছি।’

তবে এ অভিযোগের স্বপক্ষে কোনো প্রমাণ দিতে পারেন নি ট্রাম্প। চীনের পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের এ অভিযোগকে ‘অনৈতিক’ বলে প্রত্যাখান করেছেন।

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে বাণিজ্য ইস্যুতে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে শুরু হওয়া দ্বন্দ্ব বর্তমানে বাণিজ্য যুদ্ধে রুপ নিয়েছে। আগামী ৬ নভেম্বর মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।