নয়াদিল্লিতে ভবন ধসে চার শিশুসহ নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভবন ধসে চার শিশুসহ পাঁচজন নিহত এবং আহত হয়েছে কমপক্ষে সাতজন। বুধবার দিল্লির অশোক বিহার এলাকায় একটি তিনতলা ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

পুলিশ জানায়, আহতদের দ্রুত দ্বীপ চাঁদ বন্ধু হাসপাতালে নেওয়া হয়েছে। নিহতদের মধ্যে মুন্নি নামে এক নারী রয়েছে। এছাড়া ১০ বছর বয়সী দুই ভাই এবং পাঁচ বছরের কম বয়সী এক ছেলে এবং এক মেয়ে নিহত হয়েছে।

পুলিশের এক কর্মকর্তা জানান, ধ্বংসাবশেষের ভেতর এখনো অনেকেই আটকা পড়ে আছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা সকাল সাড়ে নয়টায় ঘটনা সম্পর্কে জানতে পারলে ফায়ার সার্ভিসের ছয় সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

জাতীয় দূর্যোগ মোকাবিলা বাহিনীর এক মুখপাত্র জানায়, তাদের দুটি দলকে উদ্ধার অভিযানের জন্য ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

দিল্লি উত্তর সিটি কর্পোরেশনের এক কর্মকর্তা বলেন, ভবনটির বয়স প্রায় ২০ বছর। ভিত্তি খুব দুর্বল হওয়ায় ভবনটি খুব নাজুক অবস্থায় ছিলো।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।