কাতার এয়ারওয়েজের বিমানে শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

কাতার এয়ারওয়েজের দোহা থেকে হায়দরাবাদগামী বিমানে মৃত্যু হয়েছে ১১ মাস বয়সী এক শিশুর। মঙ্গলবার শিশুটি তারা বাবা-মায়ের সঙ্গে হায়দরাবাদ আসার পথে শ্বাসকষ্টে ভুগে বিমানেই মারা যায় বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়েছে।

কাতার এয়ারওয়েজের পক্ষ থেকে বলা হয়, হায়দরাবাদ বিমানবন্দরে অবতরণের পর অর্ণব ভার্মা নামের শিশুটিকে খুব দ্রুত বিমানবন্দরের অ্যাপোলো মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে।

প্রতিবেদনে জানানো হয়, ওই শিশুটির ছিলো যুক্তরাষ্ট্রের পাসপোর্ট। তার বাবা অনিল ভার্মার ছিলো ভারতীয় পাসপোর্ট। তারা কাতার এয়ারওয়েজের এসআর-৫০০ বিমানে করে ভারত আসছিলো।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।