মাদাগাস্কারে মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮

দক্ষিণ-পূর্ব আফ্রিকার দ্বীপরাষ্ট্র মাদাগাস্কারে এক মার্কিন কূটনীতিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দেশটির আন্টানানারিভোতে নিজ বাড়িতে মৃত অবস্থায় তাকে পাওয়া যায় বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিথার নওরিট এক বিবৃতিতে বলেন, ‘আমরা তার পরিবার এবং মাদাগাস্কারে মার্কিন দূতাবাসের সবাইকে গভীর সমবেদনা জানাচ্ছি।’

এছাড়াও ওই বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে এবং মাদাগাস্কার কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে মৃত্যুর ঘটনা তদন্ত করছে যুক্তরাষ্ট্র।

বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে মাদাগাস্কার পুলিশের এক মূখপাত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই বাড়ির প্রাচীর দিয়ে পালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

এসএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।