আমিরাতে লটারিতে বিএমডব্লিউ গাড়ি পেলেন বাংলাদেশি প্রবাসী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০১৮

সংযুক্ত আরব আমিরাতে ৮ কোটি ৪০ লাখ টাকার লটারি জিতলেন এক প্রবাসী। দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষের ওই লটারিতে জয়ী হয়েছেন পাকিস্তানের এক ব্যবসায়ী।

পাকিস্তানি এই ব্যবসায়ীর পাশাপাশি আরো দুই প্রবাসী আমিরাতের এই লটারিতে জয়ী হয়েছেন। এদের মধ্যে দ্বিতীয় পুরস্কার পেয়েছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত ৫১ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক অ্যান্থনি চিজোকে।

তৃতীয় পুরস্কার হিসেবে বিএমডব্লিউ আর ১২০০ আর মডেলের একটি গাড়ি জিতেছেন বাংলাদেশি বংশোদ্ভূত আমিরাত প্রবাসী হাফিজ উল্লাহ। বাংলাদেশি এই প্রবাসীর ৩৪৬ সিরিজের টিকেটের নম্বর ০৭৫৩।

আরও পড়ুন : হীরার জুতা আনলো আমিরাত, জোড়া ১৪২ কোটি টাকা!

প্রথমবারের মতো দুবাই ডিউটি ফ্রির লটারি টিকেট কিনে বাজিমাত করেছেন প্রথম পুরস্কার জয়ী পাকিস্তানি ব্যবসায়ী নুমান আরিফ। ২৮১ সিরিজের এই পাকিস্তানির টিকেটের নম্বর ০২৪১।

৮ কোটি ৪০ লাখ ৯১ হাজার টাকার লটারি জয়ের পর নুমান আরিফ বলেন, ‘জীবন পরিবর্তনে কোটিপতি হওয়ার সুযোগ করে দেয়ার জন্য দুবাই ডিউটি ফ্রি কর্তৃপক্ষকে ধন্যবাদ।’

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।